Google Search

Sunday, November 06, 2011

Google কে ব্যবহার করুন calculator হিসেবে


সার্চ ইঞ্জিন Google কে আপনি Simple/Scientific Calculator এবং Converter হিসেবে ব্যবহার করতে পারবেন প্রথমে Google এর হোমপেজ খুলুন এখন আপনি এই সার্চ বক্স থেকে আপনার উত্তর পেয়ে যাবেন যেমনঃ-

. সার্চ বক্সে টাইপ করুন 4+3 তারপর 'Search' ক্লিক করুন সাথে সাথে আপনি একটি ক্যালকুলেটর আইকন দেখতে পাবেন এবং এর উত্তর পেয়ে যাবেন 4+3=7

. আপনি (+)যোগ, (-)বিয়োগ, (*)গুন, (/)ভাগ একসাথে ব্যবহার করতে পারবেন যেমনঃ- টাইপ করুন 5+2*3 এর উত্তর পেয়ে যাবেন 5+(2*3)=১১

. আপনি shift+6(^) key দিয়ে power হিসেবে ব্যবহার করতে পারবেন যেমনঃ- টাইপ করুন 2^10 এবং এর উত্তর পেয়ে যাবেন 1024

. আপনি sqrt, sin, cos, tan, log, lm ইত্যাদি এগুলোও ব্যবহার করতে পারবেন এই calculator যেমনঃ- টাইপ করুন log(200), sqrt(4), sin(45 degrees) ইত্যাদি

. এছাড়া আপনি এটি দিয়ে এক numbering format থেকে অন্য numbering format যেমনঃ- binary, decimal, octal and hexadecimal. convert করতে পারবেন যেমনঃ 54 to binary, 123 to hex, 0b110010 to octal,0x789 to binary, 0x1234 to roman

. এটি দিয়ে আপনি conversions করতে পারবেন যেমনঃ- টাইপ করুন "2 miles in kilometers","100 degrees f in celcius", "One hour in seconds", 5 kilometers in miles, "One decade in minutes"

এখান থেকে
ক্লিক করুন  আপনি google calculator সম্পর্কে আরো details পেতে পারেন

No comments:

Post a Comment