Google Search

Wednesday, December 10, 2014

Mayen Uddin - Mayen - mumbd - mayen

Mayen Uddin -  Mayen - mumbd - mayen
Mayen Uddin - mumbd - Mayen - mayen

Friday, November 11, 2011

কিভাবে বুঝবেন আপনার পিসিতে কোন প্রকার কিলগার ইনেস্টল করা নেই

আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই সামান্য একটি টিপস। ভুল হলে প্লিজ মাফ করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কম্পিউটার সম্পর্কে খুবই কম জানি। কথা না বাড়িয়ে শুরু করি
যদি আপনার পিসিতে কী লগার প্রবেশ করে থাকে তবে Ctrl+Alt+Del চেপে Task Manager থেকে Prosesses ট্যাব এ ক্লিক করুন এবং User Name এর তালিকা থেকে System ও Local Service বাদ দিয়ে সব গুলো একটি একটি করে End Process করে দিন। এছাড়াও User Name এর তালিকা থেকে System ও Local Service বাদ দিয়ে সব গুলো একটি একটি করে End Process করে দিন।

Sunday, November 06, 2011

পেনড্রাইভ ফরমেট না হলে যা করবেন

কমপিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় পেনড্রাইভ ফরমেট হয় না তখন পেনড্রাইভ ফরমেট করতে চাইলে Start থেকে Control Panel- গিয়ে Administrative Tools- ডাবল ক্লিক করুন তারপর Computer Management- ডাবল ক্লিক করুন এখন বাম পাশ থেকে Disk Management- ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সব ড্রাইভের লিস্ট আসবে সেখান থেকে পেনড্রাইভের উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরমেট করলে পেনড্রাইভ ফরমেট হবে

ফ্রি মেসেজ পাঠান আপনার প্রিয়জনের কাছে

এখান থেকে ফ্রি মেসেজ পাঠান পৃথিবীর যে কোন মোবাইল নাম্বারে ।
তবে ১৩০ টা অক্ষরের বেশি শব্দ লিখতে পারবেন না প্রতিবারে ।
গুতা মারেন

আর এখানে আপনারা পাবেন সব লেটেস্ট নতুন নতুন SMS
গুতা মারেন

এক নিমিষেই উধাউ করে দিন সমস্ত রানিং প্রোগ্রাম !!!

আমি আপনাদের . মেগাবাইটের একটা পোর্টএবল সফ্টওয়ার সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যেটা আমি সবসময় ব্যবহার করি এবং আমার প্রিয় একটি সফ্ট কারন আমি সবসময় ফেইসবুকে আমাদের গ্রুপ ওপেন করে রাখি, আর এখানেই যত সমস্যা অফিসে সিনিয়র স্যারেরা তো আর এটা বুঝবে না যে, আমি পিসি হেল্পলাইন বা টিপস এন্ড ট্রিকস এর মতো মহৎ গ্রুপে কন্ট্রিবিউট করি আর তাই আমার এই সফ্টওয়ার ব্যবহার করা যাতে মূহুর্তের মধ্যেই টাস্কবার থেকে সমস্ত ব্রাউজার উধায় করে দিতে পারি

প্রথমে সফ্টওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন

  Download Link


এবার কনফিগার করে ওপেন করুন
তার পর Show and Hide ট্যাবে ক্লিক করে পছন্দের কী সেট করুন(যেই কী চেপে হাইড করতে চান)
যেমন:- H + Control + Alt
তার পর Apply বাটনে ক্লিক করুন
ব্যাস কিচ্ছা খতম এবার দেখুন Ctrl + Alt + H চাপলে সব উধাউ হয়ে গেছে আবার Ctrl + Alt + H চাপলে সব চলে এসেছে