Google Search

Sunday, November 06, 2011

এবার কম্পিউটার নিজেই আপনার চোখ নিরাপদ রাখবে!!

চোখের সমস্যার কারনে কম্পিউটার চালাতে ভয় পান? এবার কম্পিউটার নিজেই আপনার চোখ নিরাপদ রাখবে!!

চোখের সমস্যার অনেক কারনের মধ্যে আন্যতম একটি প্রধান কারন হলো কম্পিউটারের মনিটর মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয় যা কিনা চোখের জন্য ক্ষতিকারক এছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে আলো চোখে লাগে আর এত সব বেজাল থেকে মুক্তি দিবে F.lux নামের একটি ছোট সফটওয়্যার এর সাইজ মাত্র 546KB


এই সফটওয়্যারের সব চেয়ে মজার বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে যা কিনা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে অর্থাৎ দিনের বেলা কম্পিউটারের স্ক্রিন থাকবে বেশি উজ্জল আবার রাতের বেলা মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই আর এসব পরিবর্তনের জন্য আপনাকে কিছুই করতে হবে না এটা নিজে নিজেই সময় অনুযায়ি পরিবর্তন হবে
Download Link

No comments:

Post a Comment